১৫ টি সেরা বসন্তের কবিতা


বসন্তের কবিতা: এখানে ১৫টি বসন্তের সেরা কবিতা দেওয়া হলো। এগুলো আপনি ফেসবুক পোস্ট কিংবা ছবির ক্যাপশনে ব্যবহার করতে পারেন। 

বসন্তের কবিতা 

১। 
আগুন ঝরা ফাগুন বাতাস
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
মন মাতানো মহুয়া রঙ্গীন 
এ শীতল হাওয়ায়
গানের সুরে নাচের তালে
কোন আকাশে যায়। 
মন হারিয়ে যায় ও মোর
মন হারিয়ে যায়।।
মিঠে মিঠে বাতাসের দোল 
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

২। 
ভালবাসার এই অপেক্ষা
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

আরও পড়ুনঃ ফানি পোস্ট

৩। 
গলায় মালা হাতে বালা 
পায়ে গাঁদার মল 
মাথায় টিকলী কানের দুলে 
দুলবে গাঁদার ফুল। 
খোঁপার চুল বাঁধবো সখা
কৃষ্ণচূড়ার লালে।।

৪।
মিঠে মিঠে বাতাসের দোল 
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

৫। 
হি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
মন মাতানো মহুয়া রঙ্গীন 
এ শীতল হাওয়ায়
গানের সুরে নাচের তালে
কোন আকাশে যায়। 
মন হারিয়ে যায় ও মোর
মন হারিয়ে যায়।।

বসন্তের কবিতা

৬। 
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবানী শ্রবনে
চিত্ত আকুল হবে অনুক্ষণ
...অকারণ... ♥ ♥
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
~~~~ ফাগুনের শুভেচ্ছা সবাই কে ~~~~ :)

৭। 
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।

আরও কিছু বসন্তের কবিতা

৮। 
ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

৯। 
হাজার সুতোয় সুতোয় বোনা
সাতরঙের ওই সেই শাড়ি টা ~~~!
জড়িয়ে গায়ে
যাতে আমার ভালবাসা 
জড়িয়ে দিলাম এনে~~!
এসো মেয়ে সামনে এসো
বসন্তের এই দিনে~~~

বসন্তের কবিতা  

১০।
বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্য খানি নবীন পল্ববে, ফুলে ফুলে । 

১১।
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময় ।

১২।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।

১৩।
দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি ।

১৪।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।

১৫।
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।

তো এই ছিলো বসন্তের কবিতা সমূহ আশা করি আপনাদের ভালো লেগেছে।


মন্তব্যসমূহ